ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন উপলক্ষে ফুলতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, র্যালী ও হাবিবুর রহমান মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী মঙ্গলবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) মোহাম্মদ ইউসুফ, ওসি মোঃ ইলিয়াস তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা ফেরদৌস নিশা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী জাফর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, শেখ রওশন আলী, উপজেলা প্রকৌশলী মোঃ ইয়াছিন আরাফাত, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা এস এম রোকনুজ্জামান, খাদ্য কর্মকর্তা শেখ মিজানুর রহমান, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা নাদিয়া সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম, সহকারী শিক্ষা অফিসার মাসুদ রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সিনিয়র সাংবাদিক শেখ মনিরুজ্জামান প্রমুখ। পরে বিভিন্ন স্কুলের বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।
অপরদিকে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে মঙ্গলবার বিকালে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি কাজী আশরাফ হোসেন আশুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. তারেক হাসান মিন্টু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, আবু তাহের রিপন, জেলা নেতা মোঃ আসলাম খান, কামরুজ্জামান নান্নু, শেখ রওশন আলী, মোশারফ হোসেন মোড়ল, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, ইসমাইল হোসেন বাবলু, শহিদুল্লাহ প্রিন্স, বেগম শামছুন্নাহার, সাহিদা ইসলাম নয়ন, শাপলা সুলতানা লিলি, মিসেস কেয়া খাতুন, রবিউল ইসলাম মোল্যা, আশরাফুল আলম কচি, এস কে মিজানুর রহমান, এস রবীন বসু, সৈয়দ তুরান আলী, মঈনুল ইসলাম নয়ন, এস কে সাদ্দাম হোসেন প্রমুখ।