যশোর অফিস : যশোরে ইজিবাইক আত্নসাতের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। শহরের বেজপাড়ার অ্যাড. বাবুল গাজির বাড়ির ভাড়াটিয়া বাবলু মিয়ার ছেলে আব্দুল্লাহ আল মামুন শুক্রবার মামলা করেন। ইজিবাইক ভাড়ায় চালাতে নিয়ে আত্মসাত করে বলে মামলায় উল্লেখ করা হয়। মামলার আসামিরা হলো সদরের কাজিপুর ক্লাব মোড়ের মৃত আলী মোল্লার ছেলে মনির হোসেন (৩৫) ও একই উপজেলার তুলা গোলদারপাড়ার আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা মুন্না খানের ছেলে জনি হোসেন (২৪)।
মামলায় আব্দুল্লাহ আল মামুন বলেছেন, তিনি রামনগর ধোপাপাড়ার ইজিবাইক চার্জিস্ট পয়েন্ট ও গ্যারেজে কাজ করেন। পাশাপাশি তার একটি ইজিবাইক আছে। ইজিবাইকটি তিনি দৈনিক ৫শ টাকা ভাড়ায় চুক্তিতে মনির হোসেনকে চালাতে দেয়। প্রতিদিনের মতো ৭ মার্চ সকালে ইজিবাইকটি ভাড়ায় চালাতে নিয়ে যায়। ওই দিন রাতে ফিরে না আসলে তার সাথে মোবাইলে যোগযোগ করা হয়। সে জানায় বাইকটি ধর্মতলা থেকে আসামি জনি হোসেনসহ অজ্ঞাত নামা সহযোগিরা কৌশলে চুরি করে নিয়ে গেছে। মনির জানায় সে গাড়িটি ফেরত এনে দেবে। কিন্তু কয়েকদিন পার হয়ে গেলেও গাড়িটি ফেরত দিচ্ছে না। ধারনা করা হচ্ছে এক ও দুই নাম্বার আসামি আমার গাড়িটি ভাড়ায় নিয়ে পরস্পর যোগসাজসে আত্নসাত করে অজ্ঞাত স্থানে বিক্রি বা রেখে দিয়েছে। এ কারণে গাড়িটি উদ্ধারের জন্য তিনি মামলা করেন।