ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় মাগুরখালীর চন্ডিপুর এলাকার শিক্ষাবিদ অধ্যক্ষ অসিত বরণ মন্ডলের বিরুদ্ধে মহানামযজ্ঞের পোষ্টার ছিঁড়ে ফেলার মিথ্যা অভিযোগে কথিত মানববন্ধনের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন, প্রতিবাদ সমাবেশ ও পাল্টা মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মাগুরখালী ইউনিয়ন সচেতন এলাকাবাসীর আয়োজনে শুক্রবার বিকেলে চন্ডিপুর মন্দির কমপ্লেক্সের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যক্ষ অসিত বরণ মন্ডল।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি যখন এলাকায় রাস্তাঘাট, কালভার্ট, স্কুল, মসজিদ মন্দির সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে আসছি, এতে এলাকায় আমার ব্যাপক জনপ্রিয়তা সৃষ্টি হয়। তখন স্থানীয় ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানার গাত্রদাহ শুরু হয়। অবসর গ্রহণের পর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়ে নির্বাচনে অংশ গ্রহন করি কি না ? এমনটি ভেবে তিনি একের পর এক আমার বিরোধিতা ও অপপ্রচার করে আসছে। তারই জের ধরে মহানাম যজ্ঞানুষ্ঠানের পোষ্টার ছেঁড়া ও পদদলিত করার কল্প কাহিনী সৃষ্টি করে আমাকে নিয়ে একটি কথিত মানববন্ধন করে। তিনি নিজেকে ধর্মপ্রাণ ব্যক্তিত্ব দাবি করে আরও বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত আসবে এমন কল্প কাহিনী করা তার আদৌও ঠিক হয়নি।
সংবাদ সম্মেলন শেষে এলাকার শত শত নারী পুরুষের উপস্থিতিতে চন্ডিপুর-কাঞ্চননগর সড়কে এক পাল্টা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষক সুনীল কুমার মন্ডল ও প্রদ্যুৎ সরকারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন প্রফেসর ডক্টর দিব্যদূতি সরকার,অধ্যাপক সরোজ কুমার রায়, অধ্যক্ষ দেবপ্রসাদ মন্ডল, দীনবন্ধু বালা, সুজিত কুমার মন্ডল,অনুকুল চন্দ্র মন্ডল, প্রসাদ কুমার মন্ডল, প্রণব কান্তি মন্ডল, ব্রজেন সরকার, শিবপদ মল্লিক, সুভাষ চন্দ্র মন্ডল, পরিমল সানা, সজল মন্ডল, অভিজিৎ সানা, সুব্রত কুমার মণ্ডল প্রমুখ।