চৌগাছায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

প্রকাশঃ ২০২৩-০৩-১২ - ১৭:৩৭

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় তাছকিন আহম্মদ (৫) নিহত ও ইজি বাইক ড্রাইভার আমিরুলইসলাম (৩২) গুরুতর আহত। শনিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার আরপাড়া রোডে ইছাপুর দেওয়ান পাড়া নামুক স্থানে এই ঘটনাটি ঘটে। নিহত শিশু বাচ্চা ইছাপুর দেওয়ান পাড়া জসিম উদ্দিনের ছোট ছেলে তাছিকির আহম্মদ। আহত ব্যাটারি চালিত ইজিবাইকের ড্রাইভার আমিরুল ইসলাম এর বাড়ি যশোর ধর্মতলা নামক স্থানে তিনি জেনারেল ২৫০ শয্যা হাসপাতাল আহত অবস্থায় ভর্তি আছেন।নিহত শিশু তাছিকুর আহম্মেদ রাস্তা বিপরীতে চাচা এনামুল বাড়ি থেকে নিজের বাড়িতে পারন হয়ে আসছিলেন এমন সময় বারোবাজার হয়ে ব্যাটারিচালিত ইজিবাইক ইছাপুর দেওয়ান পাড়া নামক স্থানে পৌঁছালে  শিশু বাচ্চাটি কে ইজিবাইক উল্টে মাথায় ও হাতে আঘাত লাগে পরিবারের লোকজন টের পেলে দ্রুত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল কর্তব্যরত ডাক্তার দ্রুত যশোরে পাঠিয়ে দেয়। যশোর জেনারেল হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষণা করেন। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ বলেন শিশু বাচ্চা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে সত্যতা নিশ্চিত করেন।