চৌগাছায় স্বেচ্ছাসেবক লীগের কর্মীসভা

প্রকাশঃ ২০২৩-০৩-১৩ - ১১:৫৩

চৌগাছা প্রতিনিধি : চৌগাছা উপজেলার পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড সমহের সদস্য সংগ্রহ নবায়ন সম্মেলনের লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৪টার সময়ে মৃধাপাড়া মহিলা কলেজের সভাকক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে কর্মীসভায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউর রহমান রিন্টুর সভাপতিত্বে ও পৌর আওয়ামী স্বেচছাসেবক লীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ)অধ্যাপক ডাঃ নাসির উদ্দীন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বিটু। বিশেষ বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আসাদুজ্জামান মিটু। বিশেষ অতিথি ছিলেন জেলা যুগ্ন আহবায়ক অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী মিলন ও শেখ ইনামুল কবির, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবু সাঈদ মানিক, আহসান হাবিব বাবু, ইমরান হোসেন, বকুল হোসেন, তপন বিশ্বাস, তাসিকুল ইসলামসহ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।