তথ্য বিবরণী : ‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙ্গিন’ এই প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আগামীকাল ১৪ মার্চ বিকাল তিনটায় বাংলাদেশ শিশু একাডেমি জেলা কার্যালয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার খ-বিভাগ: পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত, বিষয়: জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম। (৫০০ শব্দের মধ্যে)। গ-বিভাগ: ৮ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত, বিষয়: জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম। (৭০০ শব্দের মধ্যে লিখতে হবে)।
বিকাল সাড়ে তিনটায় চিত্রাংকন প্রতিযোগিতা ক-বিভাগ: শিশু থেকে দ্বিতীয় শ্রেণি, বিষয় ও মাধ্যম: উন্মুক্ত। খ-বিভাগ: তৃতীয় থেকে পঞ্চম শেণি, বিষয়: বঙ্গবন্ধু ও বাংলাদেশ, মাধ্যম: জল রং/প্যাস্টেল রং। গ-বিভাগ: ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত, বিষয়: ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ, মাধ্যম: জল রং/প্যাস্টেল রং।
উল্লেখ্য, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার কাগজ শিশু একাডেমি সরবরাহ করবে এবং অন্যান্য সরঞ্জামাদি শিশুদের সাথে আনতে হবে।