মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) : পঞ্চগড়ের আটোয়ারীতে মাসিক উপজেলা আইনশৃংখলা, চোরাচালান প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, করোনা ভাইরাস প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, জাতির জনকের জন্মবার্ষিকী ও শিশু দিবস, গণহত্যা দিবস, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতি বিষয়ক কমিটির এগারোটি সভা পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মার্চ) সকাল ১০ টা থেকে ধারাবাহিকভাবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিটি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামীলীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম। এসময় ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান ও রেনু একরাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রধান ডাঃ মোঃ হুমায়ুন কবির, কৃষি বিভাগের প্রধান মোছাঃ নুরজাহান খাতুন, প্রাথমিক শিক্ষা বিভাগের প্রধান মোঃ মাসুদ হাসান, সাবেক উপজেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ কুদ্দুছ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদ্বয় সহ বিভিন্ন দপ্তরের প্রধান ও বিভিন্ন কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।