রূপসা প্রতিনিধি : সুস্থ ও সবল দেহ গঠনে খেলাধূলার কোনো বিকল্প নেই। খেলাধূলা দেহ মনকে সতেজ করে তোলে। আর এ কারণেই পড়ালেখার পাশাপাশি খেলারধূলার গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে দুর্বার গতিতে। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে অভাবনীয় উন্নয়ন দেশের দেশের মানুষ ভালো থাকে। সাধারণ মানুষ বুঝে গেছে দেশের সার্বিক উন্নয়নে শেখ হাসিনা’র সরকারের কোনো বিকল্প নেই। আর এ জন্য আমজনতার ভালোবাসা নিয়েই আওয়ামী লীগ আবারো রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয় আয়োজিত ৩১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রূপসা থানা অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশাররফ হোসেন, রূপসা কলেজের অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, খুলনা জেলা আওয়ামী লীগ সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল। দু’দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তৃতা করেন নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী। বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদীপ কুমার পাল ও মোঃ দিদার আলী’র যৌথ পরিচালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আরিফুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেহেনা পারভিন রিনা, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুল মান্নান শেখ, জেলা যুব মহিলা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা, বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য নাসির উদ্দিন শেখ, নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফরিদ শেখ, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মোঃ মফিজুল ইসলাম, সাবেক জেলা যুব লীগ নেতা মোঃ হারুন মোল্লা, উপজেলা যুবলীগ সদস্য সরদার জসীম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মঈনুদ্দিন শেখ, নৈহাটী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আলমগীর হোসেন শ্রাবণ, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ হারুন শেখ, সাধারণ সম্পাদক মোঃ মামুন শেখ, আইচগাতি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান আসাদ, নৈহাটী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ তারেক আজিজ, নৈহাটী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি রোকেয়া বেগম, উপজেলা যুবলীগ নেতা শফিকুর রহমান ইমন, নৈহাটী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মাহমুদুল হাসান শামীম, সাধারণ সম্পাদক মোঃ জিয়াউদ্দিন জিয়া। বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক যথাক্রমে মোঃ হায়দার আলী, মনতেজ আলী, হালিমা খানম, ফরিদা ইয়াসমিন পপি, মোকারব বিললাহ, যুবলীগ নেতা আশিক ইকবাল, মোঃ রবিউল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আলী হোসেন প্রমুখ। এরআগে বিকেলে এমপি আব্দুস সালাম মূর্শেদী গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল এর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন এনভয় গ্রুপের চেয়ারম্যান ও এমপির সহধর্মিণী সারমিন সালাম। প্রধান শিক্ষক আজিজা সুলতানার সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীন, রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ.ম. সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আরিফুর রহমান মোল্লা, কোষাধ্যক্ষ মোঃ সেলিম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মুস্তাফিজুর রহমান মোস্তাক, প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ, মনিরুল ইসলাম, ইউপি সদস্য মোঃ মাসুম সরদার প্রমূখ।