ফকিরহাটের চুরি হওয়া শিশু পড়ে ছিল খুলনার রাস্তায় উদ্ধার

প্রকাশঃ ২০২৩-০৩-১৯ - ১৩:৩৯

ইউনিক ডেস্ক : বাগেরহাটের ফকিরহাট উপজেলার কৃষক দম্পতির ঘর থেকে চুরি হওয়া আড়াই মাস বয়সী শিশু সাজিদ ফারাজীকে উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার গভীর রাতে নগরীর মুসলমান পাড়া রোডস্থ দারুল উলুম মাদ্রাসার গেটের সামনে ফেলে রাখা ব্যাগ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া সাজিদ ফকিরহাট এলাকার কৃষক আবু সাঈদ ফারাজী ও সুমি খাতুনের ছেলে। গত বৃহস্পতিবার ভোরে উপজেলার জাড়িয়া-মাইট কুমড়া এলাকায় ওই দম্পতির ঘর থেকে এ চুরির ঘটনা ঘটে। তবে শিশুটি উদ্ধার হলে ধরা-ছোয়ার বাইরে রয়েছে চোরেরা। এমনকি শিশু চুরির রহস্যও উদঘটিত হয়নি। এলাকাবাসির দাবি দারুল উলুম মাদ্রাসার গেটের আশপাশের সিসি ফুটেজে মিলতে পারে চোরেদের সন্ধান।

এ তথ্য জানিয়েছেন বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম। তিনি বলেন, শিশু চুরির খবর পাওয়ার পর পুলিশ অভিযান শুরু করে। পুলিশের কঠোর তৎপরতায় অপরাধীরা শিশুটিকে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি। এ চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

২৪ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন হাওলাদার জানান, শুক্রবার রাত দেড়টার দিকে মাইক্রোবাসের ড্রাইভার রাজু রিকসাযোগে বাড়ি ফিরছিল। এসময় মাদ্রাসার গেটের সামনে ফেলে রাখা ব্যাগ দেখে আমাকে খবর দেয়। সাথে সাথে খুলনা থানার সেকেণ্ড অফিসার এসআই টিপু সুলতানকে জানাই। তিনি পুলিশ পাঠান। তাদের সহয়তায় ব্যাগ খুলে শিশুটিকে পাওয়া যায়। ব্যাগের মধ্যে একটি কাগজে তিনটি মোবাইল ফোন নম্বর লেখা ছিল। সেই নম্বরে ফোন করে শিশুটির বাবা-মা সহ আত্মীয়-স্বজনদের খবর দেয়া হয়। খবর পেয়ে রাতেই তারা খুলনায় আসে এবং চুরি হওয়া শিশুটিকে বুকে জড়িয়ে ধরে।

সাজিদের মা সুমি খাতুন বলেন, আমার সন্তানকে ফিরে পেয়ে মনে হচ্ছে আকাশের চাঁদ হাতে পেয়েছি। এ চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন শিশুটির বাবা আবু সাঈদ ফারাজী।