অভিষ্ঠ জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও পুনর্বাসন শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২৩-০৩-১৯ - ১৪:৫৬

খানজাহান আলী থানা প্রতিনিধি : প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ অভীষ্ঠজনগোষ্ঠির দক্ষতা উন্নয়ন ও পুনর্বাসনের যুব মহিলাদের সম্পৃক্ত করে দক্ষ জনগোষ্ঠিতে রুপান্তর করার লক্ষে খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যুব মহিলাদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে আসছে। এই প্রশিক্ষণের অংশ হিসাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ অভীষ্ঠজনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও পুনর্বাসন শীর্ষক এক উঠান বৈঠক শনিবার মাগবিববাদ মহেশ্বরপাশা বনিক পাড়ায় অনুষ্ঠিত হয়।

মহেশ্বরপাশা বণিকপাড়া ফুলবাড়ীগেট খ্রিষ্ট্রিয়ান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড সার্বিক সহযোগিতায় এবং খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজনে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ এ কে এম মনিরুল ইসলাম। খ্রিস্টিয়ান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি সাইমন তুষার রায়ের সভাপতিত্বে এবং মহিলা টিটিসি জেনারেল শিক্ষক মো. তৌহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফাদার শিশির জি কর্মকার। আলোচক ছিলেন মহিলা টিটিসির চিফ ইন্সেটেক্টর এম এ বাকী, মো. বাবুল হোসেন, জয়দ্রত ইজারদার, ওয়াকি আহনাফ, প্রান্তসানা। অনুষ্ঠানে অভিমত ব্যক্ত করে বক্তৃতা করেন মোাস্তাফিজুর রহমান মোস্তাক, মাইকেল সরকার আন্না ঘোষ, পাপড়ী রায়, পুষ্প সরকার, নুপুর মন্ডল, সিলভেষ্টার সরকার, উল্লাস, রবিউল ইসলাম, কামরুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উঠান বৈঠকে মহেশ্বরপাশা বনিকপাড়া ফুলবাড়ীগেট খ্রিস্টিয়ান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি সদস্যসহ এলাকার যুব মহিলাগণ অংশগ্রহণ করেন।