ডিম-মাংস-দুধের মূল্য তালিকা ও ক্যাশমেমো রাখার আহ্বান পোল্ট্রি শিল্প মালিক সমিতির

প্রকাশঃ ২০২৩-০৩-১৯ - ১৪:০৪

বিজ্ঞপ্তি : মাহে রমযান ও ঈদুল ফিতরে মুরগির ডিম, ব্রয়লার মাংস ও দুধের উৎপাদন ও সরবরাহে কোনো ঘাটতি নেই। কিন্তু উৎপাদন খরচ বাড়লেও বাড়েনি বাজার মূল্য। এতে খামারী-ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মধ্যে থেকেও আমিষের যোগান দিয়ে যাচ্ছে ভোক্তা সাধারণদের সংহনীয় মূল্যে। উৎপাদক ও ভোক্তার মধ্যে মূল্যের ব্যাপক ব্যবধান থাকে বলে অভিযোগ পাওয়া যায়। সুতরাং সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসকগণের নির্দেশনা মোতাবেক মুরগির ডিম, ব্রয়লার মাংস ও দুধসহ সকল নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য তালিকা এবং ক্রয়-বিক্রয়ের পাকা রসিদ রাখার আহ্বান পূর্বে সমিতির প্রেরিত পত্রটি অনুসরণ করার জন্য বিবৃতি দিয়েছেন বিপিআইএফ’র বিভাগীয় কমিটি, খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র নির্বাহী পরিষদের সভায়।

শনিবার সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে সমিতির সভাপতি মাওঃ ইব্রাহিম ফয়জল্লাহ, মহাসচিব এস এম সোহরাব হোসেন, সৈয়দ মোঃ বেলাল হোসেন, প্রফুল্ল কুমার রায়, এইচ এম সিদ্দিকুর রহমান, গোলাম সরোয়ার পিণ্টু, মোঃ জাফর, এইচ এম সিদ্দিকুর রহমান, ইলিয়াস চৌধুরী, শেখ রেজানুল ইসলাম, আলমগীর খান, তরিকুল ইসলাম, শেখ রেজানুল ইসলাম, মোঃ তরিকুল ইসলাম, আরিফুল রহমান বাবু, এস এম হাফিজুর রহমান লিপু, তপন পাল, তালুকদার মোঃ হেলালুজ্জামান, শেখ আব্দুল হালিম, শামসুর রহমান বাবুল, এড. শাহরিয়া মোর্শেদা আহমেদ শম্পা, মোজাম্মেল হক, শাহ জাফর মামুদ মেহেতা, মোঃ সালাহ উদ্দিন, মোঃ আব্দুল আহাদ, শ্যামল বিশ্বাস, ইনসান আলী, মোঃ মাহবুবুর রহমান মিঠু প্রমুখ।