রমজানকে সামনে রেখে কোন পণ্যের দাম বাড়ানো যাবে না : সেখ জুয়েল এমপি

প্রকাশঃ ২০২৩-০৩-২০ - ১১:৩৩

জন্মভূমি রিপোর্ট : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। সিয়াম সাধনার মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছাতে হবে। প্রত্যেকটি রোজাদারের পাশে গিয়ে খোঁজ খবর রাখতে হবে। তিনি আরো বলেন, রমজানকে সামনে রেখে কোন পণ্যের দাম বাড়ানো যাবে না। টিসিবি এবং ওএমএসের পণ্য যাতে সাধারণ মানুষ সহজভাবে পেতে পারে সেজন্য ডিলার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। টিসিবি এবং ওএমএস-এ কোন অনিয়ম ধরা পড়লে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। রমজানে মানুষকে জিম্মি করে খাদ্য দ্রব্যের কৃত্রিম সংকট তৈরি করা যাবে না। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট প্রশাসন এবং দলের নেতাকর্মীদের প্রতি সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। মহানগর সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানার পরিচালনায় বক্তৃতা করেন বিসিবির পরিচালক শেখ সোহেল উদ্দিন, আবুল কালাম আজাদ, জামাল উদ্দিন বাচ্চু, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, তসলিম আহমেদ আশা, কাউন্সিলর হাফিজুর রহমান, চ. ম. মজিবুর রহমান, এড. মো. ফারুক হোসেন, মোতালেব মিয়া, মীর মো. লিটন, এম এ নাসিম, এস এম আসাদুজ্জামান রাসেল ও প্যানেল মেয়র এড. মেমরী সুফিয়া রহমান শুনু।

এ সময়ে উপস্থিত ছিলেন মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, এড. আইয়ুব আলী শেখ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, শেখ মো. ফারুক আহমেদ, আবুল কালাম আজাদ কামাল, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম চাঁন ফারাজী, এড. অলোকা নন্দা দাস, শেখ মো. ফারুক হাসান হিটলু, কামরুল ইসলাম বাবলু, বীরেন্দ্র নাথ ঘোষ, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, অধ্যা. রুনু ইকবাল বিথার, মাহবুবুল আলম বাবলু মোল্লা, এড. মো. সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, মো. তরিকুল আলম খান, কাজী জাহিদ হোসেন, কাউন্সিলর মো. আনিছুর রহমান বিশ্বাস, কাউন্সিলর মো. গাউসুল আযম প্রমুখ।