ইউনিক ডেস্ক : বঙ্গবন্ধুর ভ্রাতুুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, আমাদের জাতীয় কবি কাজি নজরুল ইসলামের ভাষায় মানুষ করে তোলাই শিক্ষা। এখন মানুষ বা ভালো মানুষ বলতে আমরা কী বুঝি? ভালো মানুষ হলো যে কখনই কারো কোনো ক্ষতি করে না, সকলের প্রতি সহমর্মিতার মানসিকতা পোষণ করে এবং তার ওপর অর্পিত পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় যে কোনো দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে। আমাদের সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের। এ বিষয়ে শিক্ষকদের ভূমিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ। তাই ‘ভালো মানুষ গড়া’ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ও পবিত্র দায়িত্ব হওয়া উচিত। এই লক্ষ্য অর্জনের জন্য লেখাপড়া, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের পাশাপাশি শিক্ষা কার্যক্রমে সুপরিকল্পিত নৈতিকতা শিক্ষা ও ধর্মীয় অনুশীলন অত্যন্ত জরুরি। কেননা আজকের শিক্ষার্থীরা আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে। আজ হ্যানে রেলওয়ে স্কুলের সীমানা প্রাচির উ™ে¦াধন হচ্ছে। এভাবেই ব্যপক অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে শিক্ষাখ্যাতে, ফলে বৃদ্ধি পাচ্ছে শিক্ষার মান, তৈরী হচ্ছে শিক্ষিত জনগোষ্ঠি। যাদের হাত ধরে এগিয়ে যাবে দেশ এগিয়ে যাবে জাতি। ১শ’ ১৩ বছরের পূরোনো এই হ্যানে রেলওয়ে মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নে যখন যা দরকার হয়েছে আমরা আমাদের সাধ্যমত সহযোগিতা করার চেষ্টা করেছি, আগামীতেও এ চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
রোববার বেলা ১২টায় নগরীর ঐতিহ্যবাহী হ্যানেরেলওয়ে মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মানের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অত্রবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ড. মোঃ সাঈদুর রহমানের সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুল্লার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজি আমিনুল হক, সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন, ড. গাজী মিজানুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তারিকুল আলম খান, কাজী জাহিদ হোসেন, মো. শফিকুর রহমান পলাশ, চৌধুরী রায়হান ফরিদ, শেখ শাহজালাল হোসেন সুজন, এস এম আসাদুজ্জামান রাসেল, মাছুম বিল্লাহ, মো. সেলিম মুন্সি, শেখ আলাউদ্দিন আল আজাদ মিলন প্রমুখ। এছাড়া ও উপস্থিত ছিলেন এই বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ, বর্তমান ও সাবেক শিক্ষার্থীবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, অত্রবিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা মো. সাইফুল ইসলাম।