বিজ্ঞপ্তি : স্বল্প সময়ের মধ্যেই পাল্টে গেল স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থাকা শিক্ষার্থীদের চেহারা। লাল, নীল, কালো রঙ্গে রাঙ্গা তাদের চেহারা। নিজেকে দেখে, নিজেরই চিনতে কষ্ট হয়। যে যেখানে, যেভাবে পারছে রং আর আবিরে রাঙ্গিয়ে দিচ্ছে অন্যকে। রোববার সারাদিন এভাবেই চলেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর ’১৭ ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী অনুষ্ঠান “র্যাগ ডে” এর প্রথম দিন। সকালে বিশ^বিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে প্রধান অতিথি থেকে বেলুন উড়িয়ে “র্যাগ ডে” অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। “র্যাগ ডে” উপলক্ষে বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে শোভাযাত্রা, ফ্লাশ মব, কালার ফেস্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান, কনসার্ট ইত্যাদি।