ইউনিক ডেস্ক : বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের গরিয়াডাঙ্গা গ্রামে প্রথারণার মাধ্যমে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পুলিশ ৩ জনকে আটক করেছে।
পুলিশ এবং স্থানীয়রা জানায়, গত শনিবার দিবাগত রাতে গরিয়ারডাঙ্গা কলেজের ইংরেজি প্রভাষক শেখর কুমারের বাড়িতে এঘটনা ঘটে। রাতে প্রভাষক শেখর বাড়িতে ছিলেন না। তার স্ত্রী এবং ধর্মবোন নামের দ্বিতীয় স্ত্রী ও কথিত ধর্মবোনের পিতা বাড়িতে ছিলেন। কথিত ধর্মবোনের পিতা তার সাতক্ষীরা জেলা থেকে জমি বিক্রি করে ২০ লাখ টাকা নিয়ে আসেন। শেখর কিছু লোকের মাধ্যমে ডাকাতির নাটক তৈরী করেন। তাদের ঘরের গ্রীল ভেঙ্গে প্রতারক চক্র ঘরের ভিতরে প্রবেশ করে। পরে বৃদ্ধের নিকট থেকে টাকা নিয়ে পালিয়ে যায়। পরেরদিন বিষয়টি এলাকায় জানা জানি হলে বটিয়াঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। জিজ্ঞাসাবাদের জন্য শেখর ও তার স্ত্রীকে থানায় নেয়া হলে তারা সার্বিক ঘটনা শিকার করেন। তাদের দেয়া তথ্য মতে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গাওঘরা এলাকার সোবান নামে একজনকে পুলিশ আটক করেন। স্থানীয় ইউপি সদস্য প্রসাদ রায় বলেন, সংবাদ শুনে ঘটনাস্থালে গিয়েছিলাম। ডাকাতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী পরিবার। সুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন লিটু বলেন, তার ইউনিয়নে প্রতারকের যন্ত্রনায় এলাকাবাসী অতিষ্ট হয়ে উঠেছে। রাত হলেই চুরিসহ বিভিন্ন দুর্ঘটনার আশংকায় থাকেন মানুষ। শেখর মাষ্টারের বাড়িতে এ ঘটনা সম্পূর্ণ নাটক ছাড়া কিছুই নয়।
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবীর বলেন, ঘটনার মূল রহস্য উন্মোচন হয়েছে। প্রভাষক শেখরের সাজানো নাটক। এর আগেও একইভাবে তার দ্বিতীয় স্ত্রী কথিত ধর্ম বোন তার পিতার জমি বিক্রি করে ২২ লাখ টাকা নিয়ে এখানে এলে সে টাকাও শেখর আত্মসাৎ করে নেয়। তিনি বলেন, এমন সাজানো নাটকে আমি বিস্মিত। আরও চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে। তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।