জাতিসংঘ শিশু পার্কে উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী আজ

প্রকাশঃ ২০২৩-০৩-২০ - ১৫:০৮

বিজ্ঞপ্তি : মহানগরীতে অতিমারী করোনার প্রভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ৭৪৩টি পরিবার প্রশিক্ষণ এবং অর্থ সহায়তা পেয়ে এখন উদ্যোক্তা। তাদের জীবন পাচ্ছে নতুন গতি। আত্ম কর্মসংস্থানে তারা স্থাপন করেছেন দৃষ্টান্ত। স্বপ্নহীন সেই সব চোখে এখন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। আজ সোমবার সংগ্রামী এই সব প্রান্তিক মানুষের মিলনমেলা প্রথমবারের মত অনুষ্ঠিত হবে মহানগরীর জাতিসংঘ শিশু পার্কে দিনব্যাপী চলবে উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী। দিনব্যাপী এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনার সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। সকাল ন’টায় এই উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় রূপান্তর পরিচালিত ‘করোনা অতিমারীতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি পুনর্বাসন উদ্যোগ’ (ঝঈজঊঅগ) প্রকল্পের পক্ষ থেকে খুলনা ও বাগেরহাট জেলার ৫টি উপজেলা এবং খুলনা সিটি কর্পোরেশনে দক্ষ উদ্যোক্তা সৃষ্টির জন্য বিষয়ভিত্তিক প্রশিক্ষণ এবং স্থিতিশীল জীবিকা নির্বাহের জন্য ২৭০০ হতদরিদ্র পরিবারকে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। খুলনা মহানগরের সাতশ’ ৪৩জন উদ্যোক্তাকে এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ প্রদান ও ২৫ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। উদ্যোক্তাদের মধ্যে ছয়শ’ ১৬জনই নারী।