ফুলতলা (খুলনা) প্রতিনিধি// মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন ৭০ পরিবার চতুর্থ পর্যায়ে জমিসহ ঘর পাচ্ছেন (বুধবার ২২/৩/২৩)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা (বুধবার ২২/৩/২৩) সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এ ঘর প্রদান কর্মসূচির উদ্বোধন করবেন।
এ উপলক্ষে ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে প্রেস ব্রিফিং করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইউসুফ, উপজেলা প্রকৌশলী ইয়াছিন আরাফাত।
ইউএনও খোশনূর রুবাইয়াৎ বলেন, চুডান্ত পর্যায়ে ফুলতলা উপজেলায় ২৫২ জন ভুমি ও গৃহহীনদের তালিকা প্রস্তুত করা হয়। ইতিমধ্যে প্রথম পর্যায়ে ৪৪, দ্বিতীয় পর্যায় ৬ এবং তৃতীয় পর্যায়ে ৭৭ পরিবারসহ মোট ১২৭ ভ‚মি ও গৃহহীনদের জমিসহ ঘর দেওয়া হয়। (বুধবার ২২/৩/২৩) ফুলতলা উপজেলায় আলকা ও দামোদর মৌজায় নির্মিত চতুর্থ পর্যায়ে ৭০ পরিবারকে ঘর প্রদান করা হবে। এছাড়াও ২০টি ঘরের নির্মান কাজ চলমান রয়েছে। অবশিষ্ট ৫৫ ভুমি ও গৃহহীনদের পরবর্তী পর্যায়ে ঘর প্রদান করা হবে।