পাইকগাছায় মানবাধিকার সাংবাদিক ফোরামের বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২৩-০৩-২১ - ১৩:৪০

কপিলমুনি প্রতিনিধি : খুলনার পাইকগাছায় মানবাধিকার সাংবাদিক ফোরাম (এমএসএফ) এর বার্ষিক মিলন মেলা সুন্দর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার নির্মাণাধীন কৃষি কলেজ সংলগ্ন ইব্রাহীম গার্ডেন এ্যান্ড পার্কে মানবাধিকার সাংবাদিক ফোরাম (এমএসএফ) এর পাইকগাছা ও কয়রা কমিটির সদস্যবৃন্দের অংশগ্রহনে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। আনন্দঘন এই অনুষ্ঠানে অংশ নেন মানবাধিকার সাংবাদিক ফোরাম (এমএসএফ) এর প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা এবং পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. এফ,এম,এ রাজ্জাক, পাইকগাছা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম, মোসলেম উদ্দীন, মানবাধিকার সাংবাদিক ফোরামের উপদেষ্টা ও জ্যেষ্ঠ সাংবাদিক মোঃ আলাউদ্দীন রাজা, প্রভাষক এস,রোহতাব উদ্দীন আহম্মেদ, এ্যাড. শিবু প্রসাদ সরকার, মোঃ আমিরুল ইসলাম, শেখ সেকেন্দার আলী, মানবাধিকার সাংবাদিক ফোরামের পাইকগাছা কমিটির সভাপতি এফ,এম বদিউর জামান, সাধারন সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম সবুজ, কয়রা কমিটির সভাপতি তারিক হাসান লিটু, সাধারন সম্পাদক মোঃ মোক্তার হোসেন, পাইকগাছা কমিটির সিনিয়র সহ-সভাপতি মহানন্দ অধিকারি মিন্টু, সহ-সভাপতি আব্রাহাম সরকার, কয়রা কমিটির সহ-সভাপতি সহ-সভাপতি গোলাম মোস্তফা, আবির হোসেন, কয়রা কমিটির যুগ্ম-সম্পাদক মিনহাজ দিপু প্রমুখ।

উল্লেখ্য, মিলন মেলায় অংশ নেওয়া উপদেষ্টা মন্ডলী সহ সদস্যরা পাইকগাছা উপজেলার নির্মাণাধীন কৃষি কলেজ সংলগ্ন ইব্রাহীম গার্ডেন এ্যান্ড পার্কে ঘুরাঘুরি ও ছবি তোলেন। ঐ সময় তারা বলেন মানবাধিকার সাংবাদিক ফোরাম (এমএসএফ) প্রস্তাবিত সুন্দরবন জেলা সংলগ্ন উপকূলীয় উপজেলায় কর্মরত সাংবাদিকদের সকল অধিকার আদায়ের একটি প্লাটফর্ম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।