নারীরা পুরুষের সাথে সমানভাবে দেশের জন্য অবদান রাখছে : বাবুল রানা

প্রকাশঃ ২০২৩-০৩-২১ - ১৫:২৪

খুলনা : মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকে এগিয়ে নেওয়ায় নারী সমাজেরও ভূমিকা রয়েছে। নারীরা পুরুষের সাথে সমানভাবে দেশের জন্য অবদান রাখছে। আগামীর শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে পুরুষের পাশাপাশি নারীদেরও ভূমিকা রাখতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ম বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্য তৃণমূলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সোমবার বিকাল ৫টায় দলীয় কার্যালয়ে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মহানগর মহিলা শ্রমিক লীগের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সভাপতিত্ব করেন মহানগর মহিলা শ্রমিক লীগের সভাপতি নাসরিন আক্তার। মহানগর যুগ্ম সম্পাদক সাথী রানী বৈরাগীর পরিচালনায় এসময়ে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জাহানারা বেগম, আকলিমা খাতুন, সুমা আক্তার, পারভিন আক্তার, শিরিন বেগম, খাদিজা বেগম, বকুল বেগম, খুরশিদা বেগম, শাহানা, পারভিন, রোজিনা, জোসনা, মর্জিনা বেগম, রুমা বেগম, শাহিদা, মাহিরুন, লাইজু, সোনিয়া, রত্না, আমেনা, কহিনূর, হাসিনা, রুপা, নাজমা, রুম্পা, মঞ্জু ঘোষ, খুকুমনি, সোনিয়া, কাজল, সোনিয়া, জেসমিন, রেনু, জনাবানু, হাওয়া, ফাতেমা, সাবিনা, নুর জাহান, সুমা, মালেকা, শিউলি, ছালমা, রিয়া, মেহেরুন, রুমা, মর্জিনা, ফাতেমা, শেফালী, খাদিজা, জেসমিন, মনিরা, হালিমা, সেলিনা, আইরিন, অর্চনা মজুমদার, সেলিনা, হেলেনা, আফরোজা, ফুলবানু, রিয়া, সুমি, জাহানুর, রুবিনা, বিউটি, জোসনা, পারুল, রিম্পা, রোজিনা, সেলিনা, খাদিজা, জুলেখা, হেলেনা, শিল্পী, তানজিনা, মোমেনা, সুমি, পারভিন, জাহানারা, ছালমা, মমতাজ বেগম, মিনু বেগম, সীমা বেগমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা এবং বঙ্গবন্ধুসহ তাঁর পরিবার ও সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।