দাকোপ প্রতিনিধি : শিক্ষার্থীদের লেখা পড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতি চর্চায় মনযোগী হতে হবে। মাদক, বাল্য বিবাহ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোর অপব্যবহারের ফলে আমাদের নতুন প্রজন্মের একটি বড় অংশ মেধাশুন্য বিপথগামী হচ্ছে। সঠিক ক্রীড়া এবং সাংস্কৃতির সুস্থ প্রতিযোগীতা আমাদের সন্তানদের সুন্দর ভবিষাৎ গড়তে বিশেষ ভূমিকা রাখতে পারে। শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রশাসনসহ সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে তাদেরকে উৎসাহিত করে এগিয়ে নিতে হবে।
মঙ্গলবার সন্ধ্যায় দাকোপ উপজেলা পরিষদ মাঠে স্কুল শিক্ষার্থীদের অংশ গ্রহনে অনুষ্ঠিত বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরনকালে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এ কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসকের সহধর্মিনী ফারহানা বিনতে আজিজ, উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, দাকোপের সহকারী কমিশনার ভূমি পাপিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল হোসেন, উজ্জল কুমার দত্ত, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা। এর আগে দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে স্কুল শিক্ষার্থীদের অংশ গ্রহণে অনুষ্ঠিত আন্ত ইউনিয়ন টি টেন ক্রীকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বৃষ্টি বিঘ্নিত ৭ ওভারে নামিয়ে আনা ম্যাচে টস হেরে তিলডাঙ্গা ইউনিয়ন আগে ব্যাট করে নির্ধারীত ৭ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১০৪ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে বাজুয়া ইউনিয়ন ৪ উইকেটে ৭৮ রান সংগ্রহ করে। ফলে তিলডাঙ্গা ইউনিয়ন ২৬ রানে বিজয়ী হয়ে টুর্ণামেন্টের চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। এ ছাড়া “বাল্য বিবাহই নারী ক্ষমতায়নের প্রধান অন্তরায়” এর পক্ষে বাজুয়া ইউনিয়ন বালিকা বিদ্যালয় এবং বিপক্ষে চালনা মোহাম্মদ আলী মাধ্যমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগীতায় অংশ নেয়। যেখানে বাজুয়া ইউনিয়ন বালিকা বিদ্যালয় বিজয়ী হয়। এ ছাড়া নৃত্যু, কবিতা আবৃতিসহ অন্যান্য সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।