পবিত্র রমজানে আওয়ামী লীগের শুভেচ্ছা

প্রকাশঃ ২০২৩-০৩-২২ - ১১:৩৯

বিজ্ঞপ্তি : মুসলিম উম্মাহর গুরুত্বপূর্ণ সিয়াম সাধনার মাস মাহে রমজানে শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। রমজান আমাদের মাঝে নিয়ে আসবে ধৈর্য্য, সহনশীলতা, সহমর্মিতা, শান্তি ও সৌভাতৃত্বে বারতা। পবিত্র এই মাসে রোজাদারকে সম্মান জানানো প্রত্যেক মানুষের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। রমজান মাসে প্রকাশ্যে ধূমপান থেকে বিরত থাকা, খাবার হোটেল বন্ধ রাখা, খাদ্যে ভেজাল বা ওজনে কম না দেয়া, খাদ্যদ্রব্যের কৃত্রিম সংকট সৃষ্টি না করা, পণ্যে দরবৃদ্ধি না করা এবং সমাজে মদ জুয়া যাতে না চলতে পারে সে জন্য বিশেষ অভিযান অব্যহত রাখতে আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ সকল ব্যবসায়ী এবং প্রশাসনের উদ্দেশ্যে বলেন, রমজান মাসে কোন ব্যবসায়ী যাতে খাদ্যদ্রব্য অহেতুক মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে এবং অতিরিক্ত মূল্যে যাতে পণ্য বিক্রি করতে না পারে সেদিকে কঠোর অবস্থান নেয়ার আহবান জানান। নেতৃবৃন্দ আরো বলেন, রমজানে টিসিবি এবং ওএমএস-এর পণ্য যাতে সকল মানুষ স্বাভাবিক ভাবে পেতে পারে সেদিকেও দলের নেতাকর্মী, কাউন্সিলর সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রতি আহবান জানান। নেতৃবৃন্দ ভোক্তা অধিকার, জেলা প্রশাসন এবং আইন-শৃংখলা বাহিনী সহ সকলকে রমজান মাসে বাজার মনিটরিং করে কালোবাজারী, মুনাফাখোর, মজুদার, ভেজালকারী ও মাদক ব্যবসায়ীদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে আহবান জানান। সাধারণ মানুষকে যারা কষ্ট দিয়ে আঙ্গুল ফুলে কলাগাছ হতে চায় বাংলাদেশ আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে সব সময়ই কঠোরতা অবলম্বন করে আসছে। সুতরাং যারাই সাধারণ মানুষকে জিম্মি করে দেশে কৃত্রিম সংকট সৃষ্টি করবে সে যদি দলেরও হয় তার কোন ক্ষমা হবে না। আওয়ামী লীগ সাধারণ মানুষের দল, সঙ্গত কারনেই আমরা তাদের কাতারে থেকে দেশ ও জাতির কল্যাণে কথা বলবো। মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও রোজাদারের প্রতি সম্মান প্রদর্শন করতে সমাজের সকলের প্রতি আহবান জানিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ, মহানগর সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।