বিজ্ঞপ্তি : ২৫ মার্চ গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে মহানগর আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে আগামী ২৪ মার্চ দিবাগত রাত ১২.০১ মিনিটে অর্থাৎ ২৫ মার্চ প্রথম প্রহরে গল্লামারী বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন। এই কর্মসূচিতে ১৭, ১৮, ১৯, ২৪, ২৫ ও ২৬ নং ওয়ার্ড মিছিল সহকারে গল্লামারী বেগ চত্বরে উপস্থিত হবে। ২৫ মার্চ সকাল ১০টায় দলীয় কার্যালয়ে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
মহান স্বাধীনতা দিবসে সূর্যোদয়ের সাথে সাথে গল্লামারী স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন করা হবে। এই কর্মসূচিতে ১৭, ১৮, ১৯, ২৪, ২৫ ও ২৬ নং ওয়ার্ড মিছিল সহকারে গল্লামারী বেগ চত্বরে উপস্থিত হবে। সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, সকাল ৯টায় দলীয় কার্যালয় হতে স্বাধীনতা র্যালি এবং র্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া দলীয় কার্যালয় আলোক সজ্জা করা হবে। এ অনুষ্ঠানে মহানগর, থানা, ওয়ার্ড আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মী ও দলীয় কাউন্সিলরদের মিছিল সহকারে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও মহানগর সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।