সুবিধাবঞ্চিত শিশুদের সুবিধায় জেজেএস’র এডভোকেসী ও নেটওয়ার্কিং মিটিং

প্রকাশঃ ২০২৩-০৩-২২ - ১১:৩১

ইউনিক ডেস্ক : সুবিধাবঞ্চিত শিশুদের সুবিধায় কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগ্রত যুব সংঘ (জেজেএস)। তারই ধারাবাহিকতায় সোমবার বেলা সাড়ে ১১টায় নগরীর শেরেবাংলা রোডে জেলা শিল্পকলার সম্মেলন কক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাদকাসক্ত, নারী ও শিশু নির্যাতন এবং বাল্য বিয়ে রোধে একটি এডভোকেসী এন্ড নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। জেজেএস’র সিনিয়র প্রোগ্রাম ডিরেক্টর এমএম চিশতির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, শিশুদেরকে মাদকাসক্তের হাত থেকে রক্ষা করতে সমাজের সকল শ্রেনি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে যার-যার অবস্থান থেকে চেষ্টা করতে হবে। দেশের বিদ্যমান আইন নারীকে সুরক্ষা দিয়েছে। কিন্তু প্রয়োজন এর বাস্তবায়ন প্রয়োগ। দেশে এত আইন থাকার পরও নারী নির্যাতন, ধর্ষণ, বাল্যবিয়ে অহরহ ঘটছে। এটা বন্ধ করতে সমাজের প্রতিটি মানুষকেই ভূমিকা রাখতে হবে। সেই সাথে শিশুদের শিক্ষাও নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পচিালক মিজানুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক খান মোতাহার হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এড. পপি ব্যানার্জি, মো. রকিবুল ইসলাম তরফদার, মানব রঞ্জন বাছাড়, ডা.শরীফ শামিমুল ইসলামতাজমিরা খাতুন, মো. মাসুদুর রহমান, লিপি বিশ^াস অশোক কুমার সাহা, এস এম জাহিদুল ইসলাম, মো. মোর্তুজা আলী, মামুন সিরাজুম মনির, আবিদা আফরিন, সাংবাদিক এইচ এম আলাউদ্দিন, মো. ইকরামুল কবির, এমএন আলী শিপলু। পাওয়ার পয়েন্টের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে জেজেএস’র প্রকল্পের প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রতিষ্ঠানের প্রোগ্রাম ম্যানেজার হাসিবুল হাসান।