খানজাহান আলী থানা প্রতিনিধি : দিঘলিয়া থেকে অপহৃত আড়ংঘাটা থানার তেলিগাতী গ্রামের শিক্ষক ও ডাক্তার মনি রঞ্জন মন্ডলের নবম শ্রেনি পড়ুয়া কিশোরী কন্যা অংকু মন্ডল কলি (১৩) কে নিখোঁজের এক মাসের অধিক সময় অতিবাহিত হলেও পুলিশ উদ্ধার করতে পারিনি। গত ১৪ ফেব্রুয়ারি কলি দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার পথে সকাল সাড়ে ৯টায় দিঘলিয়ার শিকদার বাড়ীর পার্শের পাকা রাস্তার উপর থেকে আড়ংঘাটা থানাধীন তেলিগাতী গ্রামের প্রদীপ সরকারের পুত্র প্রিতম সরকার (২০) সহ ২/৩ জন জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনায় দিঘলিয়া থানায় অভিযোগ করা হলেও পুলিশ মামলা নিয়ে গড়িমশি করায় পরবর্তিতে আদালতের নির্দেশে দিঘলিয়া থানা পুলিশ গত ২ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা গ্রহণ করেন (মামলা নং-২)। এই ঘটনায় অপহরণকারী প্রিতমের বাবা প্রদীপ সরকার বর্তমানে জেলহাজতে রয়েছে। অহরণের ঘটনার দীর্ঘ এক মাস ছয় দিন পরেও মামলার তদন্তকারী কর্মকর্তা বলছে ভিকটিম উদ্ধারে চেষ্টা চলছে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা দিঘলিয়া থানার সাব-ইন্সপেক্টর কৌশিক কুমার সাহা বলেন, ঘটনাস্থল দিঘলিয়া থানা এলাকায় এবং ভিকটিম ও আসামীদের বাড়ী আড়ংঘাটা থানা এলাকায় থানা থেকে বেশ দুরে। ভিকটিম উদ্ধরে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। আসামীকে আটকে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। দ্রততম সময়ে আসামীকে গ্রেফতারের সক্ষম হবো। দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন কুমার সরকার বলেন, ঘটনার পর ভিকটিমের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ করেছিল। তার অভিযোগের ছায়া তদন্ত চলাকালে ভিকটিমের পরিবার বিজ্ঞ আদালতের স্বরনাপর্ন হন। আদালতের নির্দেশনা অনুযায়ী সকল কাজ চলছে, এই মামলায় অভিযুক্তের পিতা প্রদীপ সরকার জেল হাজতে আছে আমরা তার ছেলের সন্ধানে তাকে রিমান্ড আবেদন করেছি। ওসি বলেন কেহ যদি আত্মগোপনে থাকে তাহলে তাকে খুজে পাওয়ার তেমন কোন ডিভাইজ নাই যে তাকে সনাক্ত করা যাবে। ভিকটিম ও অভিযুক্ত প্রিতম সরকারকে গ্রেফতারের পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।