যশোর অফিস : বুধবার বিকেলে যশোরের কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের একটি বাঁশবাগানের ডোবা থেকে জিল্লুর রহমান (২৩) নামে এক চা বিক্রেতার মরদেহ পুলিশ উদ্ধার করেছে। জিল্লুর রহমান কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের মৃত ওয়াজেদ আলী সরদারের ছেলে। জিল্লুর রহমান উপজেলার কাটাখালি বাজারে চা বিক্রি করতেন। গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টার পর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। বুধবার কেশবপুর থানার পুলিশ তার মরদেহ ডোবা থেকে উদ্ধার করে।
এব্যাপারে কেশবপুর থানার ডিউটি অফিসার জানান মরদেহ উদ্ধার করে যশোর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। কি কারণে কিভাবে মারা গেছে এই মুহূর্তে কিছু বলা সম্ভব হচ্ছে না বলে তিনি জানান।