যশোরে ৩০টি গাছসহ গাঁজা চাষী গ্রেফতার

প্রকাশঃ ২০২৩-০৩-২৩ - ১১:৫৭

যশোর অফিস : গতকাল বুধবার সকালে যশোর সদর উপজেলার নুরপুর গ্রামের আকবর আলীর বাড়ি সংলগ্ন বেগুন ক্ষেতে অভিযান চালিয়ে ৩০টি তাজা গাঁজা গাছসহ আকবর আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় কোতয়ালি থানায় বুধবার দুপুরে মামলা হয়েছে। আকবর আলী ওই গ্রামের মৃত শামছুল হকের ছেলে।

কোতয়ালি থানার পুলিশ বুধবার সকালে গোপন সূত্রে খবর পান সদর উপজেলার নূরপুর গ্রামের আকবর আলী তার বেগুন ক্ষেতে গাঁজার গাছের চাষ করছে ,উক্ত সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০ টায় আকবর আলীর বাড়ি সংলগ্ন বেগুন ক্ষেতে অভিযান চালায়। এসময় আকবর আলীকে গ্রেফতার করে। তার বেগুন ক্ষেতে লাগানো ৩০টি গাঁজার গাছ ওজন এক কেজি উদ্ধার করে। দুপুরে গ্রেফতারকৃত আকবর আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে।