ক্ষুদে বঙ্গবন্ধু সংসদের চেয়ারম্যান এস এম হুসাইন বিল্লাহকে সংবর্ধনা

প্রকাশঃ ২০২৩-০৩-২৩ - ১২:৫১

খুলনা : ক্ষুদে বঙ্গবন্ধু সংসদের চেয়ারম্যান, জাতীয় কবিতা পরিষদ খুলনার নির্বাহী সদস্য এবং বেতার ব্যক্তিত্ব এস এম হুসাইন বিল্লাহ জাতীয় পর্যায়ে স্বর্ণপদকপ্রাপ্ত শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেয়া হয়। বুধবার বিকেল সাড়ে ৪টায় বয়রাস্থ ত্রিকাল সাংস্কৃতিক একাডেমী প্রাঙ্গনে জাতীয় কবিতা পরিষদ খুলনার পক্ষ থেকে এই সংবর্ধনা দেয়া হয়। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি শেখ অলিউর রহমান, সাবেক সভাপতি বিমল কৃষ্ণ রায়, সহ-সভাপতি ডি কে পাল,  সাধারণ সম্পাদক মোঃ ইমদাদ আলী, সাবেক সাধারণ সম্পাদক এল কে টফি, লেখক-গবেষক অরবিন্দ মৃধা ও কবি নাসিমা খান।

 উপস্থিত ছিলেন পরিমল মল্লিক, ইতিহাস লেখক এম এম তৈয়াবুর রহমান, ইতিহাস গবেষক হোসেন মাহমুদ বাচ্চু, কবি রেবেকা সুলতানা, সুভাষ চন্দ্র রায়, মোঃ জাহাঙ্গীর আলম ও মোহিত কুমার মন্ডল।

সংবর্ধিত  অতিথি বলেন, সেই ছোটবেলা থেকে সাহিত্য সংস্কৃতির প্রতি ভালোবাসা এবং সামাজিক কর্মকান্ডে দেশ ও দশের প্রতি ভালোবাসা থেকে কাজ করে যাচ্ছি সকলের ভালোবাসায় এবং সামাজিক কর্মের স্বীকৃতি স্বরূপ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত হয়েছি। তিনি ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ১২ ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেনের কাছ থেকে পদক গ্রহণ করেন।