যশোরে মাদকসহ গ্রেফতার ৩

প্রকাশঃ ২০২৩-০৩-২৩ - ১৩:৪৮

যশোর অফিস : ডিবি পুলিশ আলাদা অভিযানে ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে। এসআই সোলায়মান আক্কাস জানিয়েছেন গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের কাজীপাড়া গোলামপট্টি এলাকা থেকে দেড়শ পিস ইয়াবাসহ আরমান শেখ (৪১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার মৃত রবিউল ইসলাম গাজীর ছেলে।

তিনি আরো জানিয়েছেন, মঙ্গলবার বিকেল চৌগাছা উপজেরার ফুলসারা তেতুঁলবাড়িয়া গ্রাম থেকে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিল্লাল হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের আলী আকবরের ছেলে।

এসআই রইচ আহমেদ জানিয়েছেন, গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর মিস্ত্রিপাড়া থেকে ৫২ বোতল ফেনসিডিলসহ মুস করিম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। সে বেনাপোল পোর্ট থানাস্থ কৃষ্ণপুর গ্রামের কামরুল ইসলামের ছেলে।