খুলনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

প্রকাশঃ ২০২৩-০৩-২৫ - ১০:৫২

খানজাহান আলী থানা প্রতিনিধি : খুলনার দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা মো. আনছার শেখকে (৬০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বের হলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমনি এলাকার লিন্ডা ক্লিনিকের সামনে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। নিহত শেখ আনসার আলী দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক।

সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। পরে পাশর্^বর্তী একটি পরিত্যক্ত টিনশেড ঘরের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা। এই ঘটনায় তার সাথে থাকা শিরোমণি পূর্বপাড়ার মৃত মোকছেদ খন্দকারের পুত্র জাহিদ খন্দকার (৪৫) আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি তাজা গুলি উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানিয়েছেন, শুক্রবার দিঘলিয়ার বারাকপুর গ্রামের মৃত ইকরাম শেখের পুত্র মো. আনছার শেখ শিরোমণি পূর্বপাড়ার বায়তুল মামুর জামে মসজিদের জুম্মার নামাজ পড়ে বাসায় ফিরছিল। বেলা সোয়া ২টার দিকে তিনি মসজিদের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলে অজ্ঞাত তিন সন্ত্রাসী মো. আনছার শেখের দিকে এগিয়ে এসে তাকে লক্ষ্য করে গুলি করে। সন্ত্রাসীদের ছোড়া গুলি মো. আনছার শেখের বুকের বামপাশের বগলের নিচে গুলিবিদ্ধ হয়। জীবন বাচাতে আনছার শেখ দৌড়ে পালিয়ে যায়।  এসময় তার সাথে থাকা শিরোমণি পূর্বপাড়ার মৃত মোকছেদ খন্দকারের পুত্র জাহিদ খন্দকার (৪৫) অজ্ঞাতনামা দুই সন্ত্রাসীকে জাপটে ধরলে দুষ্কৃতিকারীরা জাহিদ খন্দকারকে এলোপাতাড়ী পিস্তলের বাট দিয়ে আঘাত করে দ্রুত মোটরসাইকেল যোগে ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

ঘটনার পরপরই খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় গুলিবিদ্ধ মো. আনছার শেখকে পার্শবর্তি খান জাহাঙ্গীর আলমের পরিত্যাক্ত টিনের ঘরের মধ্যে থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ সময় পুলিশ জাহিদ খন্দকারকে আহত অবস্থায় উদ্ধার করে।  ঘটনাস্থল থেকে পুলিশ দুটি তাজা গুলি উদ্ধার করে। খবর পেয়ে ডেপুটি পুলিশ কমিশনার মোল্যা জাহাঙ্গীর হোসেন, খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ মো. কামাল হোসেন খান, আটরা-গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, খ. ম লিয়াকত আলীসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন। তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ পুলিশ জানাতে পারেনি।

খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ মো. কামাল হোসেন খান বলেন, শিরোমণি পূর্বপাড়ায় গোলাগুলি হচ্ছে এমন খবর পেয়ে তাৎক্ষণিক ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাথে নিয়ে একটি পরিত্যাক্ত টিন সেটের ঘর থেকে গুলিবিদ্ধ অবস্থায় মো. আনছার শেখের মৃত দেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাদতন্তের জন্য প্রেরণ করা হয়। নিহত আনছার শেখের বুকে একটি গুলি লেগেছে, এই ঘটনায় তার অপর একজন আহত হয়েছেন। তিনি জানায় ঘটনাস্থল থেকে দুটি তাজার গুলি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

দিঘলিয়া থানার অফিসার্স ইনচার্জ রিপন কুমার সরকার জানান, নিহত মো. আনছার শেখ দিঘলিয়ার বারাকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী জাকির হোসেন হত্যা মামলার দুই নম্বর আসামি ছিলেন। তার বিরুদ্ধে জাকির গাজী হত্যা মামলাসহ ৭টি মামলা রয়েছে।