নিহত আনছার শেখের দাফন সম্পন্ন: সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা

প্রকাশঃ ২০২৩-০৩-২৬ - ১১:৪১

খানজাহান আলী থানা প্রতিনিধি : বারাকপুর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বারাকপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আনছার শেখের ময়না তদন্ত শেষে তার গ্রামের বাড়ী দিঘলিয়ার লাখোয়াটি গ্রামে জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। হত্যাকাণ্ডের অনুসন্ধানে এবং হত্যাকারীদের গ্রেফতারে আইনশৃংখলা বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে বলে পুলিশের ঐ সুত্র জানিয়েছেন। এ রির্পোট লেখা পর্যন্ত থাকায় খানজাহান আলী থানায় মামলা হয়নি। এদিকে হত্যাকাণ্ডের পিছনে স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচনের প্রতিহিংসা এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভাড়া করা সন্ত্রাসীদের দিয়ে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে দাবি নিহত মো. আনছার শেখের স্বজনদের।

হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সনাক্তে পুলিশ ঘটনাস্থলের আশপাশের সকল সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা সহ দফায়-দফায় বৈঠক করেছে। সন্ত্রাসীর গুলিতে নিহত মো. আনছার শেখের লাশ গতকাল বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আনছার শেখের স্বজনরা বুঝে নেয়। পরে মাগরিবের পর তার গ্রামের বাড়ী দিঘলিয়ার লাখোয়াটি চারবাড়ী বায়তুল কুবা জামে মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিহতের ছেলে তানভীর শেখসহ স্বজনরা বলেন, স্থানীয় বাজার বণিক সমিতি, জনপ্রতিনিধি নির্বাচন, রাজনৈতি ও এলাকার আধিপত্য বিস্তারসহ বিভিন্ন কারণে পূর্ব শত্রুতার জেরে তার বাবাকে সন্ত্রাসীরা হত্যা করতে পারে বলে তাদের ধারনা। স্বজনরা জানায় খুবই পরিকল্পিত ভাবে ভাড়া করা সন্ত্রাসীদের দিয়ে এই হত্যাকান্ড ঘটানো হয়েছে। নিহতের স্ত্রী বলেন, জুম্মার নামাজের পর দিনের বেলায় জনসম্মুখে লোকালয়ে প্রকাশ্যে একজন মানুষকে এভাবে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে কোন প্রকার প্রতিবন্ধকতা ছাড়াই নির্বিগ্নে পালিয়ে যাওয়ার পিছনে সুপরিকল্পিত হত্যাকান্ডের ঘটনা এটি দাবী করে তিনি হত্যাকান্ডের নেপথ্যের তীর গাজী পরিবারের প্রতি ছোড়েন। এ ব্যাপারে খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ মো. কামাল হোসেন খান বলেন নিহতের পরিবার দাবী করেছে স্থানীয় নির্বাচনসহ এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকান্ড সংগঠিত হতে পারে। ঘটনাস্থলের পার্শবর্তি সকল সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তিনি বলেন হত্যাকান্ডের মটিভ উদঘাটনে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। নিহত মো .আনছার শেখের পরিবারের দাবীসহ হত্যাকান্ডের পর উঠে আসা বিভিন্ন বিষয় মাথায় রেখে পুলিশ কাজ করছে। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। তবে দুজনকে চিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে বলে একটি সুত্রে জানাগেছে।