নড়াইল প্রতিনিধি : নড়াইলে ২০২২-২৩ অর্থবছরে খরিফ-১/২০২৩-২৪ মৌসুমে আউশ ধানের উচ্চ ফলনশীল (উফশী) জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরনের উদ্বোধন করা হয়েছে। সোমবার এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন খান নিলু। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ রোকনুজ্জামান, এনামুল হক, সাংবাদীক হুমায়ুন কবীর রিন্টু, বিএম জাহিদ শাকিল, সুকান্ত রায়, দীপক কুমার বসু প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার মোঃ রোকনুজ্জামান জানান, নড়াইল সদর উপজেলায় ৪ হাজার ৪শ’ জন কৃষকের মাঝে প্রনোদনা প্রদান করা হবে। প্রত্যেক কৃষক ৫ কেজি উফশী আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি পাবে।