চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যে পাটের বীজ ১৮শ’ জন ও ২৯শ’ জন কৃষক ধানের বীজ রাসনিক সার কৃষক পেল। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিব-২/২০২২- ২৩ মৌসুমে রোপা আউশ ও পাটের ফসলের কর্মসূচির আওতায় বিনামূল্য বীজ ও রাসায়নিক সার বিতারণে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানার সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ড. অধ্যক্ষ মোস্তানিছুর রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মুশাব্বির হোসাইন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি মোস্তাফিজর রহমান বাবুল, শামিম খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, তাপস ঘোষ, আমিনুর রহমান, রাশেদুল ইসলাম, লিমন সরকার, বিশ্বজিৎ রায়, নাজমুল ইসলাম, মুক্তার হোসেন, সাইফুল ইসলামসহ ৪৭শ’ জন কৃষক। অনুষ্ঠান শেষে বিতরণ করা হয় আউশ ধানের বীজ প্রতি কৃষক ৫ কেজি ও ডি ও পি সার ১০ কেজি, এম ও পি সার ১০ কেজি ২৯শ’ জন কৃষকের বিতারণ করা হয়েছে। পাটের বীজ ১৮শ’ জন কৃষকের প্রতি ১ জন কৃষক ১ কেজি করে পাটের বীজ দেওয়া হয়।