যশোর অফিস : যশোরে চাকু হাতে টিকটকের মাধ্যমে ভিডিও ফুটেজ ভাইরাল হওয়া অনিকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুইটি চাকু উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার বিকেলে সদর উপজেলার হামিদপুর থেকে আটকের পর তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। আটক অনিক (১৯) শহরের শংকরপুর ভাঙড়ি পট্টি কলাবাগান এলাকার নুর ইসলামের ছেলে এবং সদর উপজেলার হামিদপুর গ্রামের নুর আমিনের ছেলে আলামিন (১৯)।
কোতোয়ালি থানার এসআই আমিনুল ইসলামের মামলায় বলা হয়েছে, গত শুক্রবার বিকেল ৩টার দিকে সদর উপজেলার হামিদপুর গ্রামের অভিযান চালিয়ে ওই দুইজনকে আটকসহ দুইটি চাকু উদ্ধার করা হয়েছে। জনসন্মুখে প্রকাশ্যে চাকু উচু করে সাধারণ লোকজনের মধ্যে ভীতি সৃষ্টি করার অভিযোগে তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।
অপরদিকে স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, আটক অনিক এর আগে একটি চাকু টিকটক করছিল। সেই টিকটকের বিষয়টি ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হয়। বিষয়টি প্রশাসনের নজরে পড়ে। ফলে অভিযান চালিয়ে অনিক এবং আলামিনকে আটক করা হয়। আটক দুইজনের কাছ থেকেই দুইটি চাকু উদ্ধার করা হয়েছে।