যশোর অফিস : যশোর শহরের শংকরপুর চোপদারপাড়ায় একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অভিযান চালিয়ে অস্ত্র, গুলিসহ বিপুল সংখ্যক অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে ডিবি পুলিশ। এসময় ওই ওয়ার্কশপ থেকে শাহাদত হোসেন (৪০) নামে অস্ত্র তৈরির এক কারিগরকে আটক করা হয়েছে। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই ওয়ার্কশপে অভিযান চালায় পুলিশ। আটক শাহাদত ওই এলাকার শাহাজাহান আলীর ছেলে।
ডিবি পুলিশের ওসি রুপণ কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন চোপদারপাড়ায় একটি বসত ঘরের সাথে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ রয়েছে। সেখানে অস্ত্র তৈরি করা হয়। এরপর সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই ওয়ার্কশপে অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। এসময় ঘটনাস্থল থেকে একটি দেশী তৈরি পিস্তল, চার রাউন্ড গুলি ও বিপুল পরিমান অস্ত্র তৈরীর সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এছাড়া অস্ত্র তৈরির সাথে জড়িত মিস্ত্রি শাহাদতকে আটক করা হয়েছে। এ ঘটনায় শাহাদত হোসেনের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।