শেষ হয়েছে দুবলারচরের শুঁটকি মৌসুম

প্রকাশঃ ২০২৩-০৩-৩০ - ১১:৩৮

বাড়ি ফিরছেন জেলেরা, লক্ষ্যমাত্রার চেয়ে রেকর্ড পরিমাণ রাজস্ব আয়

শরণখোলা : শেষ হয়েছে দুবলারচরের শুঁটকি মৌসুম। দীর্ঘ পাঁচ মাস সাগরে মাছ ধরা শেষে জেলে ও মৎস্য ব্যবসায়ীদের অনেকেই লোকসানের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফিরে গেছেন। অপরদিকে এবছর বনবিভাগ লক্ষ্যমাত্রার চেয়ে রেকর্ড পরিমাণ রাজস্ব আয় করেছে।

বনবিভাগ সূত্রে জানা যায়, প্রতি বছর অক্টোবর মাসের শেষ সপ্তাহে দুবলারচরে শুঁটকি মৌসুম শুরু হয়ে ৩১ মার্চ মৌসুম শেষ হয়। দুবলার আলোরকোল, মাঝেরকেল্লা, শ্যালারচর ও নারিকেলবাড়িয়া এ চারটি চরে অবস্থান নিয়ে জেলেরা বঙ্গোপসাগরে মাছ ধরে শুঁটকি করে থাকেন। এ বছর দুবলারচরে ১০ হাজার জেলে ও মৎস্যজীবী জড়ো হয়েছিলেন। মাঝের কেল্লার জেলে শরণখোলার ইউনুস ফকির, আলোরকোলের জেলে রামপালের আ: হাই, নারিকেলবাড়িয়ার জেলে বিল্লাল হোসেন ও খুলনার ডুমুরিয়ার পংকজ চন্দ্র বলেন, এবছর কতিপয় জেলের ব্যবসা মোটামুটি ভালো হলেও বেশির ভাগ জেলে লোকসানের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফিরেছেন।

দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি মো: কামাল উদ্দিন আহমেদ বলেন, এ বছর দুবলার অধিকাংশ জেলে মহাজনের দেনার দায় মাথায় নিয়ে বাড়ি ফিরেছেন কারণ হিসেবে তিনি বলেন, মৌসুমের অনেকটা সময় জেলেরা সাগরে তেমন মাছ পায়নি। বনবিভাগ এবার রাজস্ব হার দ্বিগুন আদায় করায় তাদের রেকর্ড পরিমাণ রাজস্ব আয় হয়েছে বলে ফিসারমেন গ্রুপ সভাপতি জানান।

জেলেপল্লী দুবলার আলোরকোল ফরেষ্ট টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাদিক মাহমুদ বলেন, পাঁচ মাসের দুবলার শুঁটকি মৌসুম শেষ হয়েছে। অধিকাংশ জেলে ইতোমধ্যে বাড়ি ফিরে গেছেন এখনো যারা রয়েছেন তাদের ৩১ মার্চের মধ্যে চলে যেতে হবে।

পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা ( ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, এবছর দুবলারচর থেকে লক্ষ্যমাত্রার চেয়ে বিপুল পরিমাণ রাজস্ব আয় করেছে বনবিভাগ। এ বছর সাড়ে ৪ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে বনবিভাগ রাজস্ব আদায় করেছে ৬ কোটি ১৭ লাখ ২১ হাজার ৮৭১ টাকা। দুবলায় গত অর্থ বছরে ৪ কোটি ২০ লাখ টাকা রাজস্ব আয় হয়েছিলো বলে ডিএফও জানিয়েছেন।