ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক আলহাজ্ব মিজানুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশঃ ২০২৩-০৩-৩০ - ১৩:১৫

বিজ্ঞপ্তি : বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের সাবেক পরিচালক আলহাজ্ব শেখ মোঃ মিজানুর রহমান-এর ৩য় মৃত্যুবার্ষিকী আজ। তিনি ব্যক্তিগত জীবনে এ পদে অধিষ্ঠিত থেকে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বিরাট গ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর কর্মময় জীবনে চাকুরীর পাশাপাশি এবং অবসর গ্রহণের পরও বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকান্ডে যুক্ত ছিলেন। আল-আমিন জামে মসজিদ, বুড়ো মৌলভী দরগা জামে মসজিদ ও মাদ্রাসার সভাপতি পদে দায়িত্ব পালন করেন। হযরত শাহ জালাল (রঃ) এর নামে একটি মাদ্রাসা ও এতিমখানা তার নিজ গ্রামে প্রতিষ্ঠা করেন। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত ধর্মানুরাগী ও সুফি সাধক ছিলেন। তার প্রতিষ্ঠিত বন্দরগাতী নিজ বাড়িতে খানকা শরিফ প্রতিষ্ঠার মাধ্যমে অসংখ্য ভক্ত আশেকান তৈরি করেছেন। তিনি নিরবে নিভৃতে অসংখ্য মানুষের কর্মসংস্থান করে দিয়েছেন। আলহাজ্ব শেখ মোঃ মিজানুর রহমান-এর ৩য় মৃত্যুবার্ষিকীতে তার জেষ্ঠ্য পুত্র জিয়াউর রহমান, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিরজেনারেল ম্যানেজার তার পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।