রবিউল ইসলাম মিটু, যশোর : বাজার তদারকি সংস্থা যশোরে জাতীয় ভোক্তাধিকার সংরক্ষন অধিদপ্তর অভিযান পরিচালনা করে দুটি ঔষধের দোকানে ছয় হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছেন। ভোক্তাধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক মো. সোহেল শেখ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার হাশেমপুর বাজারে রাসেল ফার্মেসী ও আরবি ফার্মেসীতে এই জরিমানা করেন।
সহকারি পরিচালক মো. সোহেল শেখ বলেন, বাজার তদারকি সংস্থা অভিযান কালে দেখতে পান রাসেল ফার্মেসি ও আরবি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ঔষধ সংরক্ষন করে তা বাজারজাত করছে। এসময় বাজার তদারকি সংস্থা জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের ৫১ ধারায় রাসেল ফার্মেসিকে দুই হাজার এবং আরবি ফার্মেসিতে চার হাজার মোট ছয় হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। এসময় র্যাবে সদস্য আব্দুর রাকিব সরদার ও পুলিশ সদস্যরা উস্থিত ছিলেন।