মাসুদ তাজ, অভয়নগর (যশোর) : অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক, জনপ্রিয় শ্রমিকনেতা, পৌর কাউন্সিলর, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা শহীদ মোল্যা ওলিয়ার রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শোকর্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম সরদার। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সানা আব্দুল মান্নানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মোল্যা, সহ-সভাপতি ও নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও সাংবাদিক মোঃ ফারুক হোসেন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান মিন্টু, যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগ নেত্রী লায়লা খাতুন, শ্রমীকলীগ নেতা নজরুল সরদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোল্যা আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগ নেতা ও সাংবাদিক এস জেড মাসুদ তাজ, সোহরাব হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রওশন কবীর টুটুল প্রমুখ। আলোচনা সভা পরে জনসভায় পরিণত হয়। পরে মরহুম মোল্যা ওলিয়ার রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ওলামালীগ নেতা মাওলানা নজরুল ইসলাম। শেষে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে নওয়াপাড়া বাজারের প্রধান প্রধান সড়কে শোকর্যালিটি প্রদক্ষিণ করে। অপরদিকে নওয়াপাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানার শহীদ মোল্যা ওলিয়ার রহমান স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভঅপতিত্ব করেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌল প্যানেল চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর। এ সময় বক্তব্য রাখেন নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, যশোর জেলা পরিষদের সদস্য শাহ মুরাদ আহমেদ, রাজঘাট-নওয়াপাড়া শ্রমিকলীগের সভাপতি ফারাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও পৌর প্যানেল মেয়র রবিন অধিকারী ব্যাচা, উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ খালিদ মামুন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ শান্ত প্রমুখ। পওে দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।