ডুমুরিয়ায় মৎস্য ঘের দখলের আশংকায় ঘুম হারাম

প্রকাশঃ ২০২৩-০৪-০৭ - ১৫:৫৫

ডুমুরিয়া প্রতিনিধি : বড় পুলিশ কর্মকর্তার ভাইপো পরিচয় দানকারীকে সাথে নিয়ে শলুয়া পাহাড়পুর এলাকার হাজারীলাল মন্ডল, অরুপ মন্ডল ও দিপংকর ওরফে শেঠ সপ্তাহে দুবার মৎস্য ঘের ছেড়ে দিতে হুমকি দেয়া হচ্ছে অলোকা মন্ডল নামের এক নারীকে। বাঁধা দিতে গেলে হয় জীবন নাশ অন্যথায় রক্তপাত এমন আশংকা ও ভয়ে ঘুম হারাম অলোকার। উপজেলার শলুয়া পাহাড়পুর এলাকার আনন্দ মন্ডলের মেয়ে অলোকা মন্ডল অশ্রুসিক্ত নয়নে এসব কথা বলেন। উপায়ন্ত না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

আদালতে দায়ের কৃত অভিযোগ, আতংকিত অলোকা মন্ডল ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, অলোকা মন্ডল পৈত্রিক সূত্রে প্রাপ্ত শলুয়া বাজার কালিঘাট এলাকায় একখন্ড জমি পেয়ে ৩ যুগেরও বেশি ধরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছে। সম্প্রতি পাহাড়পুর এলাকার হাজারীলাল মন্ডল, অরুপ মন্ডল ও লতা এলাকার দিপংকর শেঠ মনগড়া মালিকানা দাবি করে প্লট ব্যবসায়ীদের আতাত করে ওই মৎস্য খামারটি তুলে দিবে বলে হুমকি ধামকি দিয়ে আসছে। এমনকি উল্লেখিত ব্যক্তিরা সপ্তাহে কমপক্ষে দুই বার শলুয়া বাজার সংলগ্ন ওই মৎস্য খামারটি ছাড়তে হবে বলে হুমকি দিতে থাকে। তারই জের ধরে ২৮ মার্চ উল্লেখিত ব্যক্তিরা মৎস্য খামার জবর দখল ও ঘেরা বেড়ার পাঁয়তারা চালায়। এমন অভিযোগ এনে ফৌজদারি কার্যিবধি ১৪৪/১৪৫ ধারার দাবিতে খুলনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের দ্বারস্থ হন তিনি। যার এমপি নং-২৫৭/২৩। আদালত অভিযোগটি আমলে নিয়ে পুলিশকে শান্তি শৃঙ্খলা রক্ষা ও সহকারী কমিশনার (ভূমি) ডুমুরিয়াকে দখল বিষয়ক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এরপরও হামলা হতে পারে এমনটি আশংকা বোধ করে যথার্থ মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।