বটিয়াঘাটা প্রতিনিধিঃ বটিয়াঘাটা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার টালিয়ামারা এলাকায় এক অভিযান চালিয়ে ১৫পিচ ইয়াবা সহ মনিরুল ইসলাম(৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সে ভান্ডারকোট ইউনিয়নের লক্ষ্মীখোলা গ্রামের মোঃ আকবর হকের পুত্র। পুলিশ জানায়, উপ-পুলিশ পরিদর্শক আহম্মেদ আলী বিশ্বাস সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে তাকে হাতে নাতে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী চালিয়ে ১৫পিচ ইয়াবা উদ্ধার করে। সে দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন সহ কেনা-বেচা করে আসছিলো। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এসআই আহম্মেদ আলী বিশ্বাস বাদী হয়ে তার অপর তিন সহযোগী সহ শুক্রবার ১১নং মামলা দায়ের করেছে।