ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে গত মঙ্গলবার বিকেল ৫ টায় দলীয় কার্যালয়ে এক জরুরী সভায় দলীয় শৃংঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই আওয়ামীলীগ নেতাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। সভায় দামোদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম মোড়লকে সাময়িক বহিস্কার ও কারণ দর্শানোর নোটিশ প্রদান এবং মোঃ কুদ্দুস মোল্যার সদস্য পদ সাময়িক স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বি.এম.এ সালাম, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আসলাম খান, সহ-সভাপতি কাজী আশরাফ হোসেন আশু, প্রধান শিক্ষক মোশাররফ হোসেন মোড়ল, মোঃ শওকত আকুঞ্জী, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবু তাহের রিপন, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান নান্নু, আলী আজম মোহন, ইসমাইল হোসেন বাবলু, শাহাদাৎ হোসেন বিশ্বাস, শাহাবাজ মোল্যা, শহীদুল ইসলাম মোল্যা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে.এম জিয়া হাসান তুহিন, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু প্রমুখ। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য জানানো হয়েছে।