খুলনায় নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে ছাত্র সমাবেশ

প্রকাশঃ ২০২৩-০৫-১৬ - ১৬:৫৪

খুলনা : জাতিসংঘ ঘোষিত ৭ম সড়ক নিরাপত্তা সপ্তাহ (গ্লোবাল রোড সেফটি উইক) উপলক্ষে জনসচেতনতা সৃষ্টি এবং নিরাপদ সড়ক নিশ্চিতকরণের লক্ষ্যে খুলনায় ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার (১৬ মে) দুপুরে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে তানজিমুল উম্মাহ মাদ্রাসার খুলনা শাখার ক্যাম্পাসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

তানজিমুল উম্মাহ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরটিএ খুলনা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ। সমাবেশে প্রধান বক্তা ছিলেন দ্যা ফিউচার আইডিয়াল মাদার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নিসচা’র খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না। তানজিমুল উম্মাহ মাদ্রাসার শাখা সহকারী প্রধান আহসান হাবিবের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন নিসচা’র সহ-সাধারণ সম্পাদক মো: রুহুল আমীন তালুকদার সোহাগ, অর্থ সম্পাদক মো: নাজমুল হোসেন, হোস্টেল সুপার বেলাল হোসাইন, সহকারী হোস্টেল সুপার গাজী আব্দুল্লাহ ।

সমাবেশে প্রধান অতিথি তানভীর আহমেদ তার বক্তব্যে বলেন, সড়ক দুর্ঘটনায় আঘাত বা মৃত্যু ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের জীবনে গতির ছন্দপতন ঘটায়। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বেশিরভাগই শিশু ও তরুণ, যারা দেশের সম্ভামনাময় এবং কর্মক্ষম অংশ। যারা দেশের জন্য আরও অবদান রাখতে পারে।তাই সড়কে সকলে ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে। জেব্রাক্রসিং দেখে সড়ক পারাপার হতে হবে।

সড়ক দুর্ঘটনা থেকে বাঁচতে সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা। পথচলা নিরাপদ করতে সবার আগে নিজেকে সচেতন হতে হবে। মোটরসাইকেলের চালক ও যাত্রী উভয়কেই হেলমেট ব্যবহার করতে হবে। তাহলেই সড়ক দুর্ঘটনা অনেকটা অনেকটা কমে আসবে।