যশোর অফিস : যশোরে অস্ত্র মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার অতিরিক্ত দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত পলাতক আসামি হাসান সরদার ওরফে বড় অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের এপিপি শ্যামল কুমার মজুমদার।
আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ১৮ জুলাই গভীর অভয়নগর উপজেলার তালতলা এলাকার পারিবারিক স্বাস্থ্য কিøনিক এলাকায় একদল ডাকাত হানা দেয়। এ খবরে স্থানীয়রা একট্টা হয়ে তাদেরকে ধাওয়া করে। এসময় হাসান সরদারকে স্থানীয়রা একটি একনালা বন্দুকসহ আটক করে। এছাড়া ডাকাতদলের অন্যসদস্যরা স্থানীয় হানিফ নামের এক যুবককে ছুরিকাঘাত করে সকলেই পালিয়ে যায়। পরে স্থানীয়রা হাসানকে গনপিটুনি দিয়ে অভয়নগর থানায় সোপর্দ করে। এ ঘটনায় এসআই মোস্তাফা হাবিবুল্লাহ বাদী হয়ে অভয়নগর থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১৫ সালের ৯ আগস্ট আদালতে চার্জশিট জমা দেন। সর্বশেষ বুধবার এ মামলার রায়ে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দেন। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।