ফুলতলা (খুলনা) প্রতিনিধি// শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনা সৃষ্টিতে প্রশিক্ষক তৈরীর লক্ষে মঙ্গলবার দিবব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় উপ-পরিচালক মোঃ আহসানুর রাহমান। কর্মাশালায় খুলনা জেলার ৯টি উপজেলা থেকে মাধ্যমিক বিদ্যালয়ে ২৩ শিক্ষক অংশ নেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক জুলফিকার আলী, সহকারী শিক্ষক নির্মল মৃধা, লিটন কুমার বালা, প্রকাশ চন্দ্র মন্ডল, স্কাউট সম্পাদক হেলাল উদ্দিন, অসীম কুমার মন্ডল, রুনা লায়লা, সৌমিত্র বিশ্বাস, মোঃ আব্দুল গফুর, জালাল উদ্দিন, মোঃ আমীর আলী সরদার, মোঃ আবজাল হোসেন, জপেশ কান্তি রায়, লিটন মন্ডল, মনোজ কুমার বর্মন, তাপস কুমার মন্ডল, ডরোথী পাটোয়ারী, মোঃ আব্দুল কাদের সুমন প্রমুখ।