কপিলমুনি প্রতিনিধিঃ পাইকগাছার অন্তর্গত কাশিমনগর শ্মশানঘাট এলাকায় খুলনা-পাইকগাছা প্রধান সড়কে মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে সাহিদা বেগম (৬০) নামে এক মহিলা নিহত হয়েছে। তিনি তালার গঙ্গারামপুরের দলিল উদ্দিন খা’র স্ত্রী। অপর আহতরা হলেন, পাইকগাছার হরিঢালীর আজিজুল ইসলামের ছেলে সবুজ (২৫), তালা উপজেলার নলতার করিম খানের ছেলে মেহেদী হাসান (২০) ও তালার গঙ্গারামপুরের হাশেম গাজীর স্ত্রী আনোয়ারা বেগম (৭০)। নিহত মহিলা ভ্যানের আরোহী ছিলেন। এসময় ভ্যানচালকসহ আরো ৩ জন আরোহী গুরুতর আহত হয়েছে। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তালা হাসপাতালে ভর্তি করেন। পরে আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন। ঘটনাটি ঘটেছে রবিবার (২২ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আনুমানিক ১০ টার দিকে খুলনা থেকে যাত্রীবাহী বাস খুলনা মেট্টো জ-০৫-০০৫৫ পাইকগাছার দিকে যাচ্ছিল। একই দিক থেকে যাত্রীবাহী মোটরভ্যান কপিলমুনির দিকে যাচ্ছিল। এসময় পেছন থেকে বাসটি ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যানসহ এর চালক ও আরোহীরা রাস্তার উপর ছিটকে পড়ে। এরপর বাসটি মহিলার শরীলের উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। চালকসহ আরো ৩ যাত্রীকে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় উদ্ধার করে তাদেরকে সকাল সাড়ে ১০ টার দিকে তালা হাসপাতালে নিয়েছেন। ঘাতক বাসটিকে স্থানীয়রা আটক করলেও এর চালকসহ হেলফার পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে কপিলমুনি ফাঁড়ি পুলিশের এস আই শাহাজুল ইসলাম, কনস্টেবল শেখর দেসহ সর্ঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার বিষয় উল্লেখ করে জানান, নিহতের সুরতহাল রির্পোট শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তে জন্য খুমেক হাসপাতালের পাঠানো হয়েছে।