যশোর অফিস : যশোরে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে। মাদকদ্রব্য রাখার অভিযোগে এক নারীসহ তিনজনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে যশোর উপশহরের রেজাউল আমিন ওরফে মিল্ডনের স্ত্রী মিনা খাতুন, সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের বানিয়ারগাতী গ্রামের মৃত আক্কেল গাজীর ছেলে নজরুল ইসলাম ও সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাঁচ বাড়ীয়া দক্ষিণপাড়ার আব্দুল মান্নান মোল্লার ছেলে বাবুল হোসেন। তাদের বিরুদ্ধে মাদক আইনে তিনটি মামলা হয়েছে। আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই সোলায়মান আক্কাস জানান, গত শনিবার বিকেলে গোপন সূত্রে খবর পান একজন মহিলা মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ফেনসিডিল তার হেফাজতে নিয়ে বিক্রয়ের জন্য উপশহর সেক্টর-৭, জি-১০ বাড়ির মালিক রেজাউল আমিন ওরফে মিল্টনের বাড়ির সামনে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে বিকেল বিকেল সোয়া ৫ টায় পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন মহিলা কৌশলে পালানোর চেষ্টাকালে মিনা খাতুনকে তার হাতে থাকা ব্যাগের মধ্যে থাকা ১০ বোতল ফেনসিডিলসহ আটক করে। অপরদিকে,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের ক সার্কেলের সদস্যরা শনিবার ১৯ আগষ্ট টার উপজেলার বানিয়ারগাতী গ্রামের নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ নজরুল ইসলামকে আটক করে। এছাড়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের ক সার্কেলের সদস্যরা শনিবার ১৯ আগস্ট বিকেলে সদর উপজেলার পাঁচবাড়ীয়া আমতলার মোড়স্থ মাহমুদ হাসান মুদি দোকানের উত্তর পাশে অভিযান চালিয়ে বাবুল হোসেনকে ২০পিস ইয়াবাসহ আটক করে।