রবিউল ইসলাম মিটু,যশোর : যশোর চাঁচড়া ফাঁড়ির পুলিশ শনিবার রাত পৌনে ১০টার দিকে চাঁচড়া চেকপোষ্ট থেকে বিদেশী নাইন এম এম পিস্তল, এক রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিনসহ বাগেরহাটের এক ব্যক্তিকে আটক করেছে। আটক দিপংকর রায় ওরফে দিপু (৩২) বাগেরহাট শহরের বাজার রোডের সন্তোষ রায় সুভাষের ছেলে। তিনি বেনাপোল থেকে বাসে যশোরে আসছিলেন।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সৈয়দ বায়েজিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, এক অস্ত্রব্যবসায়ী বেনাপোল থেকে লিজা পরিবহন যোগে অস্ত্র,গুলি নিয়ে যশোরে আসছেন। সংবাদ পেয়ে ফাঁড়ির এটিএসআই বাবুল আক্তারসহ একদল ফোর্স নিয়ে রাত ৯টা ৪৫ মিনিটের দিকে চাঁচড়া চেকপোষ্টে অবস্থান নেন। এসময় বেনাপোল-যশোরগামী যাত্রীবাহি বাস লিজা পরিবহন (যশোর জ-১১-০০১৭) চেকপোষ্টে পৌছুলে তল্লাশ চালায়। বাস থেকে দিপক রায় দিপুকে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ আটক করেন।
এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে বলে এসআই বায়েজিদ জানান।