ইউনিক ডেস্ক : বেধড়ক মারপিটের একপর্যায়ে তাদের ভ্যানে তুলে বনগ্রাম কাটাখাল মোড়ে নিয়ে যান। সেখানে মাসুদকে শ্বাসরোধে হত্যার পর হামলাকারীরা চলে যান। পরে খবর পেয়ে অভয়নগর থানা ও বসুন্দিয়া ফাঁড়ি পুলিশ তাদের উদ্ধার করে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন। আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পর পুলিশ অভিযান চালিয়ে শিমুলকে আটক করেছে। শিমুল অভয়নগর উপজেলার প্রেমবাদ গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। এতে মাসুদ রানা নামের একজন নিহত আরও কয়েকজন আহত হয়েছেন।
তিনি আরও বলেন, নিহত মাসুদ রানার বিরুদ্ধে ১৫টি মাদক ও দুটি চাঁদাবাজির মামলা রয়েছে। পুলিশ হত্যার কারণ উদ্ঘাটন ও জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।