দাকোপ প্রতিনিধি: “মানবসেবা আর উন্নয়ন এই শ্লোগানে পরিচালিত সামাজিক সংগঠন বন্ধু কল্যাণ সংগঠনের উদ্যোগে দাকোপের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার সকাল ১০ টায় চালনা পৌরসভা মিলনায়তনে বন্ধু কল্যাণ সংগঠনের সভাপতি জি এম গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী। সংগঠনের উপদেষ্টা মইনুল ইসলাম লিটনের পরিচালনায় অনুষ্ঠানে মান্যবর অতিথি হিসাবে বক্তৃতা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও দাকোপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, দাকোপ থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ শাহিনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আশীষ কুমার মন্ডল, সংগঠনের অন্যতম অভিবাবক ও দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শিপন ভূইয়া। বক্তৃতা করেন প্রধান শিক্ষক মানিক চন্দ্র গাইন, বিশ্বজিত দে, জি এম শহিদুল্লাহ, ইউনিভশন কোচিংয়ের পরিচালক ফিরোজ আহমেদ, সংগঠনের প্রধান উপদেষ্টা সাইফ সাত্তার, উপদেষ্টা ইমরান হোসেন, সহসভাপতি আলমগীর সরদার, আনিসুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফকির, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম, কৃতি শিক্ষার্থী জাকিয়া খাতুন ও প্রীতম বৈদ্য। অনুষ্ঠানে সমগ্র দাকোপের ২৪ টি স্কুলের এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১২৫ জন শিক্ষার্থী এবং সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।