প্রথম হবার স্বপ্ন দেখতাম সেই ছোটবেলা থেকে।
তবে সবাই চাইত অন্তত ২০ এর মধ্যে যেন থাকি।কত চেস্টা করেছি; পারিনি কোনদিন।
খুব কস্টে ক্লাস ৯ম এ রোল হয়েছিল ১৭।
সে কি আনন্দ আমার।
ক্লাসে ২৬,৩৯,৪৬ রোল হওয়া মেয়ের সে আনন্দ কে দেখে!
আব্বা সেই ১৭ রোল হওয়া মেয়ের পাগলামী দেখে হাসতে হাসতে বলেছিল
” দেখবি একদিন ঠিক ১ম বা ২য় হবি।”
আজ খুব সেই দিনটা মনে পড়ছে।
আজ আমি ২য় হয়েছি। জীবনের পরীক্ষায়।
সেই তোমাকে বলছি ভেবেছিলাম
আমি ই তার জীবনে প্রথম না হলে ও শেষ।
সাদা মাঠা জীবনে সেই আমার প্রথম রং।
কত স্বপ্ন সে রঙে জীবন রাঙানোর।
একদিন চৈত্রের দুপুরে হঠাৎ করে কাল বৈশেখী ঝড় এসে বলে গেল
আমি শেষ নই
তার আছে আরে রঙ, রাঙানোর অনেক মানুষ।
নিমেষে হারিয়ে গেলাম আমি।
দুমড়ে মুচড়ে মুষড়ে পড়া এক জীবন।
তারপর এক নতুন যুদ্ধজয়ের গল্প।
হামাগুড়ি দিতে দিতে নতুন করে হাটতে শেখা।
নতুন চলার পথে নতুন মানুষ।
স্বপ্ন বাস্তব হতে দেখা।
তারপর সেই ঝড় এসে বলে গেল সে পিছু ছাড়েনি।
আবার নতুন করে বলে গেল
“কর তুমি প্রস্থান, নতুন কে দেও তোমার স্থান।”
সবছেড়ে নতুন করে একাকিত্বের সাথে পথচলা।
সে পথে হঠাৎ দেখা
অনেক পুরানো খুব কাছের অচেনা মানুষ।
আস্তে আস্তে তাকে নিজের করে পাওয়া।
অচেনা সেই কাছের মানুষ আমাকে ২য় স্থান করে দিল।
আজ আমার স্থান ২য়।
তবু সেই পেছনের বেঞ্চেই পড়ে রইলাম।
আমি তো ২য় হতে চাইনি
চাইনি ১ম ও হতে।
আমি চেয়েছিলাম একমাত্র হতে।
একমাত্র উত্তীর্ণ।
তবু ও জীবন আমাকে ২য় করে দিল।
– অনু…